সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ বন্ধে আইনি নোটিশ
সারা দেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ বুধবার দুপুরে ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব ডাকযোগে সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠিয়েছেন।
আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল, টেলিটককে এ নোটিশ পাঠানো হয়।
আগামী দুইদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রশন করার জন্য সব টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে নির্দেশ দেয় সরকার। এ কারণে এসব প্রতিষ্ঠান নিজে ও এজেন্টের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করছে। এতে আঙ্গুলের ছাপ দিয়ে তথ্য সংগ্রহ করছে। এতে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ আঙ্গুলের ছাপ একজন নাগরিকের সঙ্গে অপর নাগরিকের মিলবে না। সরকার নিজে এ তথ্য সংগ্রহ করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ কাজ করছে এসব তথ্য সংরক্ষণ নিয়ে আমাদের শঙ্কা আছে। যদি এসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি হয়ে দেশি -বিদেশি সন্ত্রাসীদের কাছে যায় তাহলে এর অপব্যবহারের আশঙ্কা আছে।
পরে এ বিষয়ে ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব সাংবাদিকদের বলেন, ‘বায়োমেট্রিক ডাটা সরকার নিতে পারে। এতে আমার আপত্তি নেই। কিন্তু এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ক্ষমতা দেওয়া বে-আইনি। কেননা বিদ্যমান আইন এটাকে অনুমোদন দেয় না। এ ছাড়া কোনো আইন আদেশের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে তা আমরা জানি না। এখানে উদ্বেগের বিষয় হচ্ছে বায়োমেট্রিক ডাটা আমার ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করছে। আমার ব্যক্তিগত তথ্য পাবলিক ডমিনে দিলে এটা আমার বিরুদ্ধে অপরাধীরা ব্যবহার করতে পারে। কেনান এসব তথ্য লিমিটেড কোম্পানি থেকে চুরি হয়ে যেতে পারে। আমার দেওয়া তথ্য আমার বিরুদ্ধে অপব্যবহার হয় সে ক্ষেত্রে আমার আইনগত প্রতিকার কী হবে, সে বিষয়ে এখানে নির্দেশনা নেই।’