ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ডব্লিওটিও উইং) এস এম নাজিয়া সুলতানা মারা গেছেন। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সিনিয়র সচিবের মৃত্যুতে শোক ও দুঃখপ্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে দেশ একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে হারাল।
৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুদিন যাবত বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।