এশিয়া কাপের দল ঘোষণার দিনক্ষণ জানালেন নির্বাচকরা
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের ক্যাম্প। তবে ক্যাম্প শুরুর একদিন আগেও জানা যায়নি প্রাথমিক দলে কারা আছেন। ক্যাম্পেই বা কোন ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। গত কয়েকদিন দল ঘোষণার দিনক্ষণ নিয়েও কম নাটকীয়তা হয়নি। স্বস্তির খবর, এবার দল ঘোষণার সময় জানিয়েছেন নির্বাচকরা।
আজ রোববার (৩০ জুলাই) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের দল ও প্রস্তুতি ক্যাম্প নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ফিটনেস ক্যাম্প প্রসঙ্গে নান্নু জানান খেলোয়াড়দের ফিটনেস যাচাই করার প্রক্রিয়া শুরু করেছেন তারা। নান্নু বলেন, ‘কাল থেকে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ আগস্ট ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। এটা মূলত মান দেখার জন্য।'
ফিটনেস ক্যাম্পে ভালো করা ক্রিকেটারদেরই এশিয়া কাপের স্কোয়াডে বিবেচনা করা হবে জানিয়ে নান্নু বলেন, ‘ফিটনেস ক্যাম্প থেকে একটা ধারণা নেওয়ার পর তৈরি করা হবে একটা প্রাথমিক দল। এশিয়া কাপের প্রস্তুতি শুরু হবে তাদের নিয়েই। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি রেখেছি। ওরা ইয়ো-ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল ট্রেনিং শুরু হবে ৮ আগস্ট। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল ট্রেনিং করবে এশিয়া কাপের জন্য।'