যাদের নিয়ে শুরু হলো ফিটনেস ক্যাম্প
এশিয়া কাপ সামনে রেখে শুরু হলো বাংলাদেশের প্রস্তুতি। খুব বেশি সময় বাকি না থাকায় সেরা কম্বিনেশন খুঁজে পেতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ সোমবার (৩১ জুলাই) থেকে ক্রিকেটারদের নিয়ে শুরু হলো ফিটনেস ক্যাম্প। এই ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারদের থেকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের স্কোয়াড।
ক্যাম্পের শুরুর দিনে আজ মিরপুর শেরেবাংলায় মাহমুদউল্লাহ-নাসুম আহমেদরাসহ ক্যাম্পে যোগ দেন ২০ জন ক্রিকেটার। ক্যাম্পের প্রথম দিন অংশ নেওয়া ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ইসিজি করা হয়েছে। বাকিদেরও এভাবে করা হবে। আগামীকাল ফিজিওর অধীনে পুরো শরীর স্ক্রিনিং করা হবে।
প্রথম দিনের ক্যাম্প নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস সংবাদমাধ্যমে বলেন, ‘আজকে মূলত যেই কাজটা একদম বেসিক মেডিকেল টেস্টিং হবে, ব্লাড টেস্ট, আই টেস্ট এবং ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু গ্রুপ করে করে ফিজিও স্ক্রিনিং হবে। যেমন—বোন এবং মাসেলের কী অবস্থা এসব করা হবে এই দুই দিনে।’
ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শেষে ৩ আগস্ট হবে ইয়ো ইয়ো টেস্ট। এই টেস্টের ফলের ওপর অনেকাংশেই নির্ভর করবে, কারা সুযোগ পাবেন এশিয়া কাপের প্রাথমিক দলে। ৫-৬ আগস্ট ঘোষণা করা হবে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড। এরপর ৮ তারিখ শুরু হবে স্কিল ট্রেনিং।
চলমান এই ক্যাম্পে আছেন আলোচনায় থাকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ। এ ছাড়াও ইমার্জিং এশিয়া কাপে খেলা মাহমুদুল হাসান জয়, তানজিম সাকিব, শেখ মেহেদী, সৌম্য সরকার, জাকির হাসান, সাইফ হাসান, তানজিদ তামিমরাও আছেন এই ক্যাম্পে।
সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দীন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলামরা এখন ক্যাম্পে যোগ দিচ্ছেন না। মাত্রই টি-টেন শেষ করে দেশে ফেরা তাসকিন-মুশফিক কিছুদিন বিশ্রামে থাকবেন।
আর অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এখনও স্বস্তির কোনো খবর মেলেনি। তিনি সত্যিই এশিয়া কাপে খেলতে পারবেন কি না তা ঘিরেও রয়েছে অনিশ্চয়তা। গত সপ্তাহে লন্ডনে ছিলেন দেশসেরা ওপেনার। কোমরের চোটের কারণে লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের তত্ত্বাবধানে ছিলেন তিনি। গত ২৫ জুলাই সার্বিক অবস্থা জানতে এমআরআই করানো হয় তামিমের। ২৭ জুলাই তার পিঠের নিচের অংশে ইনজেকশন দেওয়া হয়। পরবর্তীতে আরও একটি। মোট দুটো ইনজেকশন নিয়ে আজ বিকালে দেশে ফিরেছেন তিনি।