পর্যটন শিল্প উন্নয়নে টুরিস্ট পুলিশের সুধী সমাবেশ
খাগড়াছড়িতে পর্যটন শিল্প উন্নয়নে স্থানীয় স্টেক হোল্ডাদের সঙ্গে সুধী সমাবেশ করেছে জেলা টুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (টুরিস্ট পুলিশ) মো. হাবিবুর রহমান।
সুধী সমাবেশে অতিরিক্ত আইজিপি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত স্টেক হোল্ডাদের সমস্যার কথাগুলো শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, টুরিস্ট পুলিশের অতিরিক্তি ডিআইজি বিধান ত্রিপুরা, ঢাকা হেড কোয়ার্টারের টুরিস্ট পুলিশ সুপার (প্লানিং ও অপারেশন) সরদার নুরুল আমিন, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পুলিশ সুপারসহ জেলার সব পরিবহণ মালিক সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতির নেতারাসহ সব স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন।
সভা থেকে পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিতে পরিবহণ, খাবার ও আবাসিক হোটেলমালিকদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহণ আইন প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।