আর্জেন্টিনার পর বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
ফিফা নারী বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে এবার বিদায় নিল ব্রাজিল। ‘এফ’ গ্রুপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে আজ বুধবার (২ আগস্ট) গোলশূন্য ড্র করে ব্রাজিল। এতেই নিশ্চিত হয় সেলেসাওদের বিদায়। একই দিনে বিদায় নিয়েছে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।
মেলবোর্নের রেকট্যাংগুলার স্টেডিয়ামে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মাঠে নামে ব্রাজিল। জ্যামাইকার বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিল না ব্রাজিলের সামনে। অন্যদিকে, ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হতো জ্যামাইকার।
এমন সমীকরণে পুরো ৯০ মিনিটজুড়ে একের পর এক আক্রমণ শানিয়েও জ্যামাইকার গোলমুখ ভাঙতে পারেননি মার্তা-বোর্হেসরা। পুরো ম্যাচে ৭২ শতাংশ বলের দখল, ১৭টি শট ও আটটি অন টার্গেট শট নিয়েও ব্যর্থ হয় ব্রাজিলের নারীরা। যেখানে ম্যাচের পুরো সময়ে ব্রাজিলের তেকাঠিতে জ্যামাইকা চারটি বিচ্ছিন্ন আক্রমণ করলেও লক্ষ্য বরাবর ছিল না কোনোটি।
জয়ের জন্য মরিয়া ব্রাজিলের বিপক্ষে জ্যামাইকা যেন পণ করেই নেমেছিল গোল হতে দেবে না। তাদের চাওয়া স্পষ্ট। কোনোমতে ড্র করা। হয়েছেও তাই। ‘এফ’ গ্রুপে তিন ম্যাচে এক জয় ও দুই ড্রতে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে তারা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে ফ্রান্স।