পরিবর্তন এলো এশিয়া কাপের সময় সূচিতে
চলতি আগস্টের শেষে শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি আগেই চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ছয় দলের টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ। সূচি চূড়ান্ত করলেও আজ সোমবার (৭ আগস্ট) পূর্ব নির্ধারিত সূচিতে বদল এনেছে এসিসি। এমনটিই জানা গেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে।
জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, আগের সূচি অনুযায়ী এশিয়া কাপের ম্যাচগুলো ভিন্ন ভিন্ন সময়ে শুরু হওয়ার কথা ছিল। নতুন সূচিতে সবগুলো ম্যাচ শুরু হবে একই সময়ে। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। টস অনুষ্ঠিত হবে ম্যাচ শুরুর আধঘন্টা আগে, অর্থাৎ বেলা তিনটায়।
দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপে অংশ নিবে ছয়টি দেশ । ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে থাকা বাকি তিন দল—শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ হবে পাকিস্তানের মুলতানে। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা।
বিশ্বকাপের বছর হওয়ায় এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। যা মূলত দলগুলোকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এবং খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নিতে সাহায্য করবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।