সাতকানিয়ায় কমছে বন্যার পানি, সড়ক যোগাযোগ চালু
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও বান্দরবান সড়কের ওপর থেকে পানি কমে গেছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চালু হয়েছে সড়ক যোগাযোগ।
জানা গেছে, ছোট গাড়ি চলাচল করলেও যাত্রীবাহী বাস চলতে দেখা যায়নি। উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, ঢেমশা, পশ্চিম ঢেমশা, এওচিয়া, নলুয়া, আমিলাইশ ও চরতী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে যাওয়া সড়কগুলো ভেসে উঠেছে। কাদামাটির কারণে সড়ক দিয়ে চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
কেওচিয়া ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের অনেক নিচু জায়গায় এখনও বন্যার পানি রয়ে গেছে। নির্মিতব্য রেল লাইনের কারণে পানি দ্রুত নামতে পারছে না বলে মানুষের অভিযোগ।
কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, ‘সাতকানিয়ার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে, আমার ইউনিয়নের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা এখনও পানিতে আটকে আছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক আকারে ত্রাণ তৎপরতা প্রয়োজন।’