উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। অনেক কাজ এখনও চলমান রয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের কাছে সরকারের সব উন্নয়ন চিত্র ভালোভাবে তুলে ধরতে হবে।’
আজ রোববার (১৩ আগস্ট) সকালে নেত্রকোনায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিতকরণ ও সঠিকভাবে বাস্তবায়নসহ জেলার আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, বিজিবির সিও লে. কর্নেল আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।