আর্জেন্টিনা ফুটবলের আমন্ত্রণে মেসিদের দেশে জামাল ভূঁইয়া
আর্জেন্টিনা ফুটবল দল ও বাংলাদেশের মানুষ এখন আর দূরের কেউ নয়। মিলেমিশে একাকার। মেসিরা বাঙালিদের চেনে, জানে ফুটবল উন্মাদনা সম্পর্কে। গত মাসে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
একই সময়ে বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত থাকলেও দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার সঙ্গে দেখা হয়নি মার্টিনেজের। যাতে ক্ষুব্ধ হয়েছিল ফুটবলপ্রেমিরা।
পরবর্তীতে বিষয়টি জেনেছেন মার্টিনেজ। দুঃখপ্রকাশও করেছেন। ইচ্ছাপোষণ করেছেন জামালের সঙ্গে দেখা করার। এমি কিংবা আর্জেন্টিনা দলের কারও সঙ্গে এখনও দেখা না হলেও বাংলাদেশ অধিনায়ক ইতোমধ্যে পৌঁছেছেন আর্জেন্টিনায়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আমন্ত্রণে আজ বুধবার (১৬ আগস্ট) লাতিন আমেরিকার দেশটিতে পৌঁছেছেন তিনি। সেখানে গিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন জামাল। এএফএ-র সামনে নিজের জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জামালকে।
জামাল নিজের ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার জন্য সময়টা এখন আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।‘