কোচিং ক্যারিয়ার শুরু করছেন জামাল ভূঁইয়া!
দেশের ফুটবলের এক সময়ের সবচেয়ে বড় তারকা জামাল ভূঁইয়া এখন জাতীয় দলে ব্রাত্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ দুটি ম্যাচে তাকে দেখা যায়নি হাভিয়ের কাবরেরার দলে। রাজনৈতিক পট পরিবর্তনের পর চুক্তির বিষয়ে এগোয়নি ঢাকা আবাহনীও। সবমিলিয়ে মাঠের ফুটবলে নেই বাংলাদেশ দলের অধিনায়ক।
খেলার বাইরে থাকার সময়টা ডেনমার্কে কাটিয়েছেন জামাল। যেখান থেকে তার শুরু, সেই ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেছেন তিন মাস পর। আজ শনিবার (১৮ জানুয়ারি) অংশ নিয়েছেন বাফুফে ভবনে শুরু হওয়া বাফুফে-এএফসি এ ডিপ্লোমা কোর্সের প্রথম পর্বে।
মূলত, কোচিং ক্যারিয়ার শুরু করার ইচ্ছা থেকেই জামালের এই কোর্সে যুক্ত হওয়া। খেলোয়াড়ি জীবন প্রায় শেষের দিকে। ফুটবলের মানুষ তিনি, থাকতে চান খেলাটির সঙ্গেই। বাফুফে ভবনে শুরু হওয়া কোর্সে জামালের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচসহ ২৪ জন। এদের মধ্যে বিদেশিও আছেন।
জাতীয় দলের সাবেক-বর্তমান খেলোয়াড়েরা এই কোর্স করলে সরাসরি প্রো লাইসেন্স করতে পারবেন। ফলে ফুটবলারদের কাছে এ কোর্সের গুরুত্ব অনেক। ১২ দিনের কোর্সটি পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ও বাফুফের ইন্সট্রাক্টর জুলফিকার মাহমুদ মিন্টু।
কোচিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের হাতে নতুন জার্সি তুলে দেন বাফুফের গ্রাসরুট অ্যাম্বাসেডরের দায়িত্বে থাকা জামাল ভূঁইয়া।