বিএনপি ক্ষমতায় এলে আ.লীগকে এক রাতেই শেষ করবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে। নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।
আজ শনিবার (২৬ আগস্ট) মিরপুর-১ নম্বরের দারুস সালাম বালুর মাঠে আওয়ামী লীগের এক আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। তারা এখন বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা! আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, বাকিটা এক রাতেই শেষ করে দেবে। এটা তাদের ভেতরের কথা।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে জানতে চাই, শেখ হাসিনার বিকল্প প্রধানমন্ত্রী কে আছেন? তাঁর মতো জনদরদি নেতা কে আছেন? সব দলের কাছে জানতে চাই, শেখ হাসিনার চেয়ে যোগ্য নেতা কে আছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে? বিএনপি কাকে নেতা বানাবে?’
বিএনপির তিনটি গুণ—দুর্নীতি, সন্ত্রাস ও মানুষ খুন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কানাডার আদালত দলটিকে সন্ত্রাসীদের দল বলেছেন। তাদের হাতে রক্তের দাগ। মোশতাক ও জিয়ার নেতৃত্বে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ঘটেছে। অথচ তারা এখন মানবাধিকারের কথা বলছে! মনে হয়—তারা খাঁটি ফেরেশতা, তাদের মতো আর ভাল মানুষ নেই।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান, আগা খান, মিজানুর রহমান, এ বি এম মাজহারুল আনাম, আবুল হাসানাত, গিয়াস উদ্দিন, উইলিয়াম প্রলয় সমদ্দার প্রমুখ।