ধর্মশালায় পৌঁছেছেন মাশরাফিরা
আগের দিনই এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে। রোববার রাতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই সোমবার সকালে ভারতের উদ্দেশে বিমানে চড়তে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। মাশরাফিদের তড়িঘড়ি করে দেশ ছাড়ার উদ্দেশ্য ৯ মার্চ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমে পড়তে হবে।
সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দিল্লির উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। মাশরাফি-সাকিবরা দিল্লিতে পৌঁছান স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে।
দিল্লিতে থেকে বিকেল ৩টায় স্পাইস জেটের ভাড়া করা একটি বিমানে ধর্মশালার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। মাশরাফিরা ধর্মশালা বিমানবন্দরে পৌঁছান বিকেল সাড়ে ৪টায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ‘এ’ গ্রুপে ৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ১১ মার্চ দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং ১৩ মার্চ তারা লড়বে ওমানের সঙ্গে।
মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে। তাই প্রথম ম্যাচটি বাংলাদেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
সোমবার সকালে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে বাছাই পর্ব পার হওয়া। এই পর্বের প্রতিটি ম্যাচই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী পর্বে উঠতে পারব আমরা।’