বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠাই লক্ষ্য : মাশরাফি
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠাই বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
urgentPhoto
টুর্নামেন্টে অংশ নিতে আজ সোমবার সকালে ভারত যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মাশরাফি।
দলের অধিনায়ক বলেন, ‘আমাদের প্রথমেই তো কোয়ালিফাই খেলতে হবে। আমরা আশা করি, ইনশাআল্লাহ ভালোভাবে খেলব। সেকেন্ড রাউন্ডে যেতে পারব আশা করি। যদি যেতে পারি, তাহলে তো সেকেন্ড রাউন্ডে অনেক বড় টিমের সঙ্গে খেলা।’
এ সময় সবার কাছে দোয়া কামনা করেন মাশরাফি। সে সঙ্গে এশিয়া কাপে ফাইনাল খেলায় আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যা সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন বলে জানান তিনি।
সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট টাইগারদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালায় পৌঁছাবেন তাঁরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্ব পার হতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় হতে যাওয়া বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
মাঠের পরিবেশ আর আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বলতে গেলে মাত্র একদিন সময় পাচ্ছে বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, আর ফাইনাল হবে ৩ এপ্রিল।