জমি অধিগ্রহণের আগে ছবি তুলে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি কাজে জমি অধিগ্রহণের সময় জমির ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, আগেই ছবি তুলে রাখলে কেউ ভূমি অধিগ্রহণের খবরে স্থাপনা বানাতে পারবে না।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এ নির্দেশনা তুলে ধরেন। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরকারি কাজে অনেক সময় জমি অধিগ্রহণ করতে হয়। অধিগ্রহণের খবর প্রকাশ হওয়ার পর কেউ কেউ অধিক টাকা পাওয়ার আশায় রাতারাতি খালি জমিতেও বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে। এতে সরকারের অনেক টাকার ক্ষতি হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, অধিগ্রহণের আগে জমির প্রকৃত অবস্থার ছবি তুলে রাখলে কেউ আর ঘর বা কোনো ধরনের স্থাপনা নির্মাণ করে প্রতারণা করতে পারবে না।
এছাড়াও আজকের একনেক সভায় একটি সেতু নির্মাণে ভুল নকশা উপস্থাপনা করায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় এ ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।
পরিকল্পনামন্ত্রী বলেন, নড়াইলে সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে যেকোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।