নিজ এলাকায় চার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সেলিম ওসমান
নিজের নির্বাচনি এলাকায় চার উন্নয়ন কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আরেকবার নির্বাচন করার সুযোগ চেয়েছেন।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে শেখ জামাল স্কুল অ্যান্ড কলেজ, ভাষা সৈনিক নাগিনা জোহা স্কুল অ্যান্ড কলেজ, একটি মন্দির ও সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সেলিম ওসমান তার ইচ্ছের কথা তুলে ধরেন।
এ সময় সেলিম ওসমান আরও বলেন, ‘আমার প্রয়াত বড় ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান যখন নির্বাচন করতে যায়, তখন শেখ হাসিনা ফুলের নৌকার মধ্যে একটি লাঙল তুলে দিয়ে বলেছিলেন—এই আসনটি লাঙলের। তারপর থেকে এই পর্যন্ত এই আসনটিতে নৌকার জন্য তদবির নেই।’
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক নাসরিন ওসমান, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সেলিম ওসমান আরও বলেন, ‘নির্বাচনের জন্য অক্টোবর পর্যন্ত সময় আছে। জানুয়ারি মাসে নির্বাচন। যতক্ষণ পর্যন্ত কার্যক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত উন্নয়নের কার্যক্রম চলমান থাকবে। যতজন প্রতিনিধি আছে, খুব শিগগিরই আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের সঙ্গে আলোচনায় বসা হবে।’