অজুহাত দাঁড় করাতে চাই না : মাশরাফি
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। বাছাই পর্ব খেলতে হচ্ছে বলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বুধবার। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তাই আসরের শুরুটা ভালোভাবেই করতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার ধর্মশালায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক না কেন, সাফল্য পেতে হলে আমাদের সামর্থ্যের সেরা দিয়েই খেলতে হবে। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ম্যাচই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে। তাই কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়া যাবে না।’
ভারতে এর আগে বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। এই সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা ঠিক ভারতে এর আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি আমাদের ক্রিকেটাররা। এই ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে থাকলেও তা নিয়ে অজুহাত দাঁড় করাতে চাই না আমরা।’
আসরে বাংলাদেশ বাছাইপর্বের ‘এ’ গ্রুপে রয়েছে। গ্রুপের তিনটি দল হলো আয়ারল্যান্ড, ওমান ও নেদারল্যান্ডস। বুধবার প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ধর্মশালায় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। ১১ মার্চ রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ১৩ মার্চ রাত ৮টায় তারা লড়বে ওমানের সঙ্গে।
আর গ্রুপ ‘বি’-তে আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।