জামাইয়ের অধিনায়ক হওয়ার গুঞ্জনে যা বললেন আফ্রিদি
এশিয়া কাপে মাঠের পারফরম্যান্স আশানুরূপ হয়নি পাকিস্তানের। সুপর ফোর থেকে ছিটকে যাওয়ার পরই গুঞ্জন ওঠে বাবর আজমের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এমনকি বাবরের পরিবর্তে তিনি নতুন অধিনায়ক হতে যাচ্ছেন এমন কথাও শোনা যায়। অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন শাহীন আফ্রিদির শ্বশুর ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি।
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিদায়ের পর বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে শহীদ আফ্রিদি বলেছিলেন, বিশ্রাম নীতি অনুসারে বাবরের খেলা উচিত ছিল। একাদশে পরিবর্তন নিয়ে পাকিস্তান খেলতে পারত। মূলত এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে মেয়ের জামাই শাহীন আফ্রিদিকে অধিনায়ক হিসেবে চান বলেই এমন মন্তব্য করেন আফ্রিদি।
অবশেষেই এই ইস্যুতে শহীদ আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন তারা এসব কথাবার্তা বলছেন। যদিও আমি আমার মতামত জানিয়েছি সামা টিভিতে। তবে তারা এটাকে ভিন্নভাবে বানিয়েছে। আমিই একমাত্র ব্যক্তি যে শাহিনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে বলেছি। টুইটার স্ক্রল করে দেখতে পেলাম অনেকে আমার নাম উল্লেখ করে লিখেছেন যে শহীদ আফ্রিদি বলেছেন বাবর আজমের চেয়ে শাহিন আফ্রিদি অনেক ভালোভাবে দলকে নেতৃত্ব দিতে পারে। তার নেতৃত্বেই লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে।’
এদিকে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির বিয়ের মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও জানিয়েছে, এটা কনেকে তুলে দেওয়া অনুষ্ঠান। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে পাকিস্তানের জাকারিয়া মসজিদে শাহিন ও আনশার বিয়ে সম্পন্ন হয়।