শেরপুরে গায়েবি মামলায় বিএনপির নেতাকর্মীদের আটকের অভিযোগ
শেরপুরের শ্রীবরদীতে গায়েবি মামলায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টায় শেরপুর জেলা শহরের গৃর্দানারায়ণপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মাহমুদুল হক রুবেল বলেন, ‘আজকে আমাদের কর্মসূচি ছিল না, তারপরেও পুলিশ সাদা পোশাকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে আটক করছে। এ ব্যাপারে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপিকে জানালে, তিনি বিষয়টা অবহিত নন বলে জানান।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘আর শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিএনপিকর্মীরা গোপন মিটিং করায় তাদের আটক করা হয়েছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিএনপির মতো একটি দলের গোপন মিটিং করার কিছু নেই। আমরা প্রকাশ্য রাজনীতি করি। সুতরাং, আরেকটি পাতানো, সাজানো নির্বাচন করার জন্য সরকার পুলিশ প্রশাসনের ওপর ভর করে নতুন করে গায়েবি মামলা দিচ্ছে।’
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, ‘অনেক আগের সাজানো মামলায় তড়িঘড়ি করে সাক্ষী নিয়ে আমরা যারা নির্বাচন করব, তাদের সাজা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারি।’