চুয়েটের তৃতীয় সমাবর্তন সোমবার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আগামী সোমবার।
এই দিন দুপুরে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি এক হাজার ৬০৩ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন তথ্য ও প্রচার কমিটির সভাপতি ড. মো. মশিউল হক।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিগত চার বছরে উত্তীর্ণ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী এক হাজার ৬০৩ জনকে ডিগ্রি প্রদান করা হবে।
এর মধ্যে স্নাতক রয়েছেন এক হাজার ৫৬৪ জন, স্নাতকোত্তর ৩২ জন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা চারজন এবং তিনজন পিএইচডি ডিগ্রিধারী।
সোমবার দুপুর আড়াইটায় সমাবর্তনের আগে শোভাযাত্রা ও শেষে প্রাক্তণ গ্র্যাজুয়েটদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।