তথ্যমন্ত্রীর সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচন-রাজনীতি নিয়ে আলোচনা
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ রোববার (১ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়।
বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ রয়েছে উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তথ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন জাপানের রাষ্ট্রদূত। জবাবে তথ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলে আশ্বস্ত করেন।
বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ জাপানের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। এখানে জাপানের অনেক প্রতিষ্ঠান কাজ করছে। এ ছাড়া এখানে জাপানের অনেক বিনিয়োগ রয়েছে। এসব কারণে বাংলাদেশের বিষয়ে জাপানের আগ্রহ অনেক বেশি।’
রাষ্ট্রদূত বলেন, ‘বৈঠকে মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও আগামী জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। রাজনৈতিক বিষয় নিয়ে যেসব কথা হয়েছে তা আমি আপাতত মিডিয়ার সামনে বলতে চাচ্ছি না। তবে, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তথ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন।’
বৈঠকের বিষয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘গত ৫২ বছরে বাংলাদেশের পথচলায় জাপান অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে আমাদের যেভাবে সহায়তা করেছে সে নিয়ে জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। দেশের উন্নয়নে ভবিষ্যতে যেনো আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি সেজন্য তার সঙ্গে আলোচনা করেছি।’
হাছান মাহমুদ বলেন, ‘তিনি আগামী নির্বাচন নিয়ে প্রসঙ্গ টেনেছেন, অবশ্যই আমি তাকে জানিয়েছি আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট হবে এবং ইলেকশন অনুষ্ঠান করা সেটি নির্বাচন কমিশনের দায়িত্ব। ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করা যে, কখনো কারো জন্য সমীচীন নয়, সেটি আমি তাকে বলেছি। একইসঙ্গে দেশে যাতে কোনো রাজনৈতিক ভায়েলেন্স না হয়, যেটি ২০১৩-১৪-১৫ সালে হয়েছে এবং সময়ে সময়ে বিএনপি করে এবং এখনও করার চেষ্টা করছে, উসকানি দিচ্ছে, এ বিষয়গুলো আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচন জনগণ এবং অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর সর্বমহলে কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেটি আমি তার সাথে আলোচনায় বলেছি।’