র্যাব মহাপরিচালকের স্ত্রী দিলরুবা আর নেই
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব প্রধানের গুলশান বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দিলরুবা খুরশীদ। কিছুদিন আগে তার অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজ রাতে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আ ন ম ইমরান খান বলেন, ‘স্যারের স্ত্রী অসুস্থ ছিলেন অনেকদিন। তিনি আজ অসুস্থজনিত কারণে মারা গেছেন।’
এম খুরশীদ হোসেন বিসিএস পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্ম নেওয়া এম খুরশীদ হোসেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের ডিজির দায়িত্ব পান।