মিরাজকে থিতু করতেই ব্যাটিং অর্ডারে অদল-বদল : সুজন
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ওপেনিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মেইক শিফট ওপেনার হিসেবে পাওয়া তার সেঞ্চুরি দলের ভাবনাতেও আনে পরিবর্তন। এরপর বিশ্বকাপেও মিরাজকে টপ অর্ডারে খেলায় টিম ম্যানেজমেন্ট। ডানহাতি এই অলরাউন্ডারের কারণেই পুরো ব্যাটিং অর্ডার বদলে গেছে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সংবাদ সম্মেলনে ব্যাটিং অর্ডার পরিবর্তন প্রসঙ্গে আজ সোমবার (১৬ অক্টোবর) কথা বলেন সুজন। সেসময় মিরাজকে জায়গা দিতেই বাকি জায়গায় পরিবর্তন এসেছে বলে জানান তিনি।
মিরাজ প্রসঙ্গে সুজন বলেন, ‘এটা যদি এমন হতো মিরাজ তার পজিশনে ব্যাট করছে তাহলে কোনো সমস্যাই থাকত না। শান্ত তিন, সাকিব চার, হৃদয় পাঁচ, মুশফিক ছয়। হয়তো মাহমুদউল্লাহ সাত বা মিরাজ সাত। মিরাজকে আমরা টপ অর্ডারে ব্যবহার করাতে, ডান-বাম সমন্বয় করতে গিয়ে জিনিসটা হচ্ছে। যেটা বললাম মিরাজ এশিয়া কাপে টপ অর্ডারে ব্যাট করে একটা একশ করেছে। ওয়ার্মআপ ম্যাচেও করেছে। এই চিন্তা করেই তাকে খেলানো হয়েছে।’
সুজন আরও বলেন, ‘আমি বলছি না, মিরাজ দলের মূল ব্যাটার। কিন্তু, সে তার ব্যাটিংয়ে উন্নতি করেছে। তারপরও আমাদের ডিপেন্ড করতে হবে যারা টপ অর্ডার আছে লিটন বা তামিম এদের ওপর বা মুশফিক, সাকিব বা হৃদয়। এরা আমাদের টপ অর্ডার। আমরা ভেবেছিলাম, মিরাজকে আগে পাঠালে হয়তো ব্যাটিং অর্ডার লম্বা হয়। সেটা আসলে ব্যাকফায়ার করছে।’
আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেও কি ব্যাটিং অর্ডারে অদল-বদল হবে, না কি আগের জায়গায় ব্যাটিংয়ের সুযোগ পাবেন মুশফিক-মাহমুদউল্লাহরা? তা তো সময়ই বলে দেবে।