কারাবন্দি মহানগর যুগ্ম আহ্বায়ক সাত্তারের বাসায় বিএনপিনেতারা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্ববায়ক কারাবন্দি আব্দুস সাত্তারের বাসায় গেছেন দলটির নেতারা। পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানাতে যান তারা। খোঁজখবর নেন পরিবারের সদস্যদের।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামসহ নেতারা আজ শুক্রবার (২০ অক্টোবর) রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সাত্তারের বাসভবনে উপস্থিত হন। এ সময় সাত্তারের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সকল মামলায় জামিনে থাকার পরও ফের পুলিশ আটক করেছে।
এ সময় সূত্রাপুর থানা বিএনপিনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সঞ্চিত কুমার দেব জনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলনেতা মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।