নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়
চলতি বিশ্বকাপে এরই মধ্যে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে সবাই জয় পেলেও ব্যতিক্রম শুধু শ্রীলঙ্কা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়েছে লঙ্কানরা। ডাচদের হারিয়ে তুলে নিয়েছে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়।
আজ শনিবার (২১ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে স্কোরবোর্ডে ২৬২ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।
২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ১৮ রানের মাথায় ডাটের বলে লিডের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। আউটের আগে তার ব্যাট থেকে আসে আট বলে পাঁচ রান। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি গড়েন পাথুম নিশানকা। এই দুইজনের ৩৪ রানের জুটিতে কিছুটা চাপ সামাল দেয় লঙ্কানরা। দলীয় ৫২ রানে দুর্দান্ত ফর্মে থাকা কুশল মেন্ডিস ফিরলে বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৭ বলে ১১ করে আউট হন ডানহাতি এই ব্যাটার।
এরপর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে জুটি গড়েন ওপেনার নিশানকা। এই জুটিতে আসে ৫২ রান। দলীয় ১০৪ রানে মিকিরেনের বলে বিদায় নেন নিশানকা। অবশ্য আউটের আগে খেলেন ৫২ বলে ৫৪ রানের ইনিংস।
নিশানকার বিদায়ের পর সামারাবিক্রমাকে নিয়ে জুটি গড়েন আসালাঙ্কা। এই জুটিতে আসে ৭৭ রান। দলীয় ১৮১ রানে ৬৬ বলে ৪৪ রান করে ফেরেন আসালাঙ্কা। তার বিদায়ের পর ধনঞ্জয়াকে নিয়ে দলকে এগিয়ে নেন সামারাবিক্রমা। মাঝে ধনঞ্জয়া আউট হলেও দলকি জিতিয়েই মাঠ ছাড়েন সামারাবিক্রমা।
এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে তেমনটা করতে পারেনি ডাচরা। ইনিংসের শুরুতেই হারায় ওপেনার বিক্রমজিৎ এর উইকেট। দলীয় সাত রানের মাথায় রাজিথার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করেন ১৩ বলে চার রান।
শুরুর চাপ সামলে ম্যাক্স ও ডাউডকে নিয়ে দারুণ ব্যাটিং করেন কলিন অ্যাকারম্যান। তবে সেই জুটিও খুব বেশি বড় হয়নি। দলীয় ৪৮ রানে ডাউড ফিরলে দ্বিতীয় উইকেট হারায় নেদারল্যান্ডস। ২৭ বলে ১৬ রান করেন এই ব্যাটার। এরপর ৪০ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় ডাচরা।
তবে এরপরই বদলে যায় দৃশ্যপট। সাইব্র্যান্ডকে নিয়ে দারুণ এক জুটি গড়েন লোগান। এই দুইজনের ১৩০ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পায় নেদারল্যান্ডস। দলীয় ২২১ রানে সাইব্র্যান্ডের বিদায়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৮২ বলে ৭০ রানের এক কার্যকরী ইনিংস খেলেন তিনি। শেষমেশ আর কোনো ব্যাটার তেমন দৃঢ়তা দেখাতে না পারায় ২৬২ রানে থামে নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ৪৯.৪ ওভারে ২৬২/১০ (বিক্রমজিৎ ৪, ম্যাক্স ১৬, অ্যাকারম্যান ২৯, লিড ৬, তেজা ৯, স্কট ১৬, সাইব্র্যান্ড ৭০, লোগান ৫৯, মারউই ৭, আরিয়ান ৯, মিকিরেন ৪; মধুশঙ্কা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, করুনারত্নে ৯-১-৫৮-০, থিকসানা ১০-০-৪৪-১, দুশান ৮-০-৪২-০, সিলভা ৪-০-১৩-০)
শ্রীলঙ্কা : ৪৮.২ ওভারে ২৬৩/৫ (নিশানকা ৫৪, পেরেরা ৫, মেন্ডিস ১১, সামারাবিক্রমা ৯১, আসালাঙ্কা ৪৪, সিলভা ৩০, দুশান ৪; ডাট ১০-০-৪৪-৩, লোগান ১০-০-৫৭-০, মিকিরেন ৮-১-৩৯-১, লিড ৩-০-২৯-০, মারউই ৯-০-৪২-০, কলিন ৮.২-০-৩৯-১)
ফলাফল : শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জয়ী।