ব্রেক ফেল করা ট্রেনের মতো ছুটছে ভারত : ওয়াসিম
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এমন সাফল্যের পেছনে মূল কারিগর অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। ভারতের ধারাবাহিক এমন সাফল্যে মুগ্ধ সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার আজ সোমবারের (২৩ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, গতকাল ম্যাচের পর এক অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেন, ‘ভারত এখন ব্রেক ফেল করা ট্রেনের মতো ছুটছে। এভাবেই তারা এগিয়ে চলেছে। তাদের প্রয়োজনীয় অস্ত্র আছে, মেধা আছে, দক্ষতা আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারা জানে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
ওয়াসিম আরও যোগ করেন, ‘ভারত পরিস্থিতি বুঝে একটি পরিবর্তন এনেছে। স্কোয়াড এমনই হওয়া উচিত। ভারত, নিউজিল্যান্ডের মতো। যাতে কেউ একজন চোটে পড়লে বা ছন্দে না থাকলে প্রতিপক্ষ ও পিচ বুঝে আরেকজনকে খেলানো যায়। ভারত এই ম্যাচে মোহাম্মদ শামিকে খেলিয়েছে। পান্ডিয়া চোটে, শার্দুলকে বাদ দিয়েছে। ব্যাটসম্যান হিসেবে নিয়েছে সূর্যকুমার যাদবকে। এরপর দেখা গেল, প্রথম বলেই উইকেট এনে দিল শামি।’
সর্বশেষ ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল ভারত। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। এই সময়ে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচে কিউইদের হারাতে পারেনি ভারত। অবশেষে ঘরের মাঠে সেই আক্ষেপ ঘুচাল রোহিত শর্মার দল। চার উইকেটের জয়ে সেমির পথেও আরেক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা।