একাদশে ফিরেছেন সাকিব, বাদ পড়েছেন হৃদয়
বিশ্বকাপে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে বাংলাদেশ। যেখানে তিনটিতে জিতে দক্ষিণ আফ্রিকা আছে তৃতীয় স্থানে। আজ জিতলে উঠে আসবে দুইয়ে।
এমন ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। স্বস্তির খবর, একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেননি তিনি। সাকিবকে একাদশে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।
আগের ম্যাচে এই মাঠেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিজেদের সর্বশেষ ম্যাচে রীতিমতো ধুয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। গত ২১ অক্টোবর ওয়াংখেড়েতে ইংরেজদের নিয়ে ছেলেখেলায় মাতে প্রোটিয়ারা। আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে তারা। ৪০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ২২৯ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশের সামনে তাই বিশাল চ্যালেঞ্জ। দায়িত্ব নিয়ে খেলতে হবে তিন পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে। সঙ্গে স্পিনে তো মিরাজ আছেই, ফিরেছেন সাকিবও। জিততে হলে প্রোটিয়াদের অল্প রানে আটকানোর কোনো বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।