ব্যাটিং দুর্দশায় শেষের অপেক্ষায় বাংলাদেশ
লক্ষ্য ৩৮৩ রানের। পাহাড়সম এই লক্ষ্য সামনে রেখে যেন হাল ছেড়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক ব্যাটার সাজঘরের পথ ধরছেন। এক মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই পারেননি আস্থার প্রতিদান দিতে। সবমিলিয়ে দলীয় ১২২ রানে সাত উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ফিরলেন লিটনও, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
৩১ রানে ৩ উইকেট খোয়ানো বাংলাদেশের দরকার ছিল ভালো একটি জুটি। কিন্তু লিটন দাসের সঙ্গে মিলে তা করতে ব্যর্থ হলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ তারকা আউট হলেন ছক্কা মারার চেষ্টায়। মুশফিকের বিদায়ের পর লিটনও হারিয়েছেন ধৈর্য। রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাজঘরে। ৪৪ বল খেললেও ২২ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। সবমিলিয়ে ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
চাপ বাড়িয়ে ফিরলেন মুশফিক
বিশ্বকাপে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ছন্নছাড়া বাংলাদেশ। আফগানিস্তান ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও একই চিত্র। বড় লক্ষ্য তাড়ায় নেমে দ্রুতই উইকেট হারিয়েছে বাংলাদেশ। তামিম, শান্ত ও সাকিবের পর এবার সাজঘরের পথ ধরলেন ব্যাটার মুশফিকুর রহিম। ১৭ বল খেলে আট রানের বেশি করতে পারেননি তিনি। সবমিলিয়ে দলীয় ৪২ রানের মধ্যে চার উইকেট হারাল বাংলাদেশ।
সাবধানি শুরুর পর হঠাৎ চাপে বাংলাদেশ
জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য তাড়ার কীর্তি লেখার পাশাপাশি নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির স্থাপন করতে হবে। এমন সমীকরণ মাথায় রেখে ৩৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় লিটন-তামিমের ব্যাটে সাবধানি শুরু করে বাংলাদেশ। তবে দলীয় ৩০ রানে তামিম-শান্ত ও ৩১ রানে সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ।
ডি কক-ক্লাসেনের ব্যাটিং তাণ্ডবে প্রোটিয়াদের পাহাড়সম রান
শেষ ১০ ওভারে ১৪৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক তো বিধ্বংসী সেঞ্চুরি করেছেনই, শেষদিকে হেনরিখ ক্লাসেন সেঞ্চুরিবঞ্চিত হলেও যা ক্ষতি করার করে দিয়েছেন টাইগারদের। সবমিলিয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮২ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। অর্থাৎ জিততে হলে ৩৮৩ করতে হবে সাকিব আল হাসানের দলকে।
রেকর্ড গড়ে সাজঘরে ডি কক
প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে তিন বা তার বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে করেন ১০৯। এরপর ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে রান পাননি। তবে পঞ্চম ম্যাচে এসে ঠিকই আবার রানে ফিরলেন এই ওপেনার। খেলেন ১৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরির হাঁকিয়ে দলীয় ৩০৯ রানে ফিরলেন বাঁহাতি এই ব্যাটার।
৩০০ ছাড়িয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের পর এবার বাংলাদেশের বিপক্ষেও নিজেদের ব্যাটিং আধিপত্য দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ম্যাচের নায়ক ক্লাসেনকে নিয়ে ঝড়ো ব্যাটিং করছেন ওপেনার ডি কক। এই দুইজনের দারুণ জুটিতে এরইমধ্যে ৩০০ ছাড়িয়ে ছুটছে প্রোটিয়ারা।
বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আছেন ওপেনার কুইন্টন ডি কক। বাংলাদেশের বিপক্ষে দ্রুত দুই উইকেট পতনের পর তার ব্যাটেই স্কোরবোর্ডের চেহারা দ্রুত বদলেছে। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েছেন। মার্করাম আউটের পর তিনি তুলে নিয়েছেন টুর্নামেন্টের তৃতীয় সেঞ্চুরি। প্রোটিয়া ওপেনার ১০১ বলে দেখা পেয়েছেন ম্যাজিক ফিগারের। তাতে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরি পাওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান তিনি। মার্করামের বিদায়ের পর ক্লাসেনকে সঙ্গী করে দলকে এগিয়ে নিচ্ছেন ডি কক।
ডি ককের সেঞ্চুরি, ২০০ ছাড়িয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ডি কক-ক্লাসেনরা। চলতি আসের নিজের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। তার এই শতকের সুবাদে ২০০ ছাড়িয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা।
অবশেষে জুটি ভাঙলেন সাকিব
দ্রুত দুই উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ ব্যাটার এইডেন মার্করাম ও ডি ককের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জুটি গড়ে প্রোটিয়ারা। অবশেষে মার্করামকে ফিরিয়ে এই দুই ব্যাটারের ১৩১ রানের জুটি ভাঙেন অধিনায়ক সাকিব আল হাসান। ৬৯ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন মার্করাম।
ডি কক-মার্করামের ব্যাটে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা
টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপে বাংলাদেশের সেমির স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে সাকিব আল হাসানের দল। টস হারলেও বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৩৭ রানে তুলে নিয়েছিল দুই উইকেট। সেই চাপ সামলে দুই অভিজ্ঞ ব্যাটার ডি কক-এইডেন মার্করামের ব্যাটে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়া শিবিরে শুরুতেই জোড়া আঘাত শরিফুল-মিরাজের
টস জিতে আগের দিন ব্যাটিংয়ের নেওয়ার জন্য দোয়া চেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই দোয়া কাজে লাগেনি। মুম্বাইয়ের ওয়াংক্ষেড়েতে টস হেরে আগে বোলিংয়ে নামতে হয় বাংলাদেশকে। আগে বোলিংয়ে নেমে অবশ্য বেশিক্ষণ উইকেটের অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশের। ইনিংসের সপ্তম ওভারে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে বোল্ড করে সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। উইকেট পেয়েই বলিউড স্টাইলে নাচলেন তরুণ এই পেসার। ৩৩ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হেনড্রিকস করেছেন ১২ রান। এরপর ওয়ান ডাউনে নেমে থিতু হতে পারেননি ফন ডার ডুসেন। এক রান করে মেহেদী হাসান মিরাজের বলে পড়েন লেগ বিফোরের ফাঁদে।
একাদশে ফিরেছেন সাকিব, বাদ পড়েছেন হৃদয়
এমন ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। স্বস্তির খবর, একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেননি তিনি। সাকিবকে একাদশে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন কেবল একটি জয়। প্রথম জয়ের পর খেলেছে আরও তিনটি ম্যাচ। সবগুলোতে মাঠ ছেড়েছে হতাশার পরাজয় নিয়ে। একটি ম্যাচেও মাঠে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে হেরে ব্যাটিংয়ে বোলিংয়ে-- বাংলাদেশ।
এই মাঠেই আগের ম্যাচে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৯৯ রান তুলে ইংরেজদের থামায় মাত্র ১৭০ রানে। তাদের বিপক্ষে আজ তাই বাংলাদেশের অগ্নিপরীক্ষা বলা চলে। তবে, সাকিব আল হাসানদের সাহস জোগাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে অতীত ইতিহাস। বিশ্বকাপে দুদলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের চারবারের দেখায় সমান দুটি করে ম্যাচ জিতেছে দুই দল। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।