আমাদের অনেক কিছু শিখতে হবে, বললেন সাকিব
টানা তিন হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে ফেরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়া ব্যাটিংয়ের সামনে স্বপ্ন পূরণ তো দূরে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ব্যাটিংয়ে স্বর্গে এসেও ডুবল ব্যাটিং দুর্দশায়। দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং।
এক মাহমুদউল্লাহ ছাড়া সবাই হতাশ করলেন। ফলাফল ১৪৯ রানের বিশাল পরাজয়। এই হারে সেমিফাইনালের আশা ফিকে হয়ে গেছে বাংলাদেশের। হাতে থাকা বাকি চার ম্যাচ জিতলেও সামনে দাঁড়াবে নানা সমীকরণ।
তাই ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া শেষ কেমন হতে পারে? পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব জানালেন, সেমিফাইনালে না যেতে পারলেও পাঁচ-ছয় নম্বর অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চান তিনি।
সাকিব বলেছেন, ‘আমাদের এখনও অনেক কিছু শিখতে হবে। যদি সেমিতে যেতে না পারি তাহলে পাঁচ-ছয়ে শেষ করতে চাই। আমরা দারুণভাবে (স্ট্রংগার) শেষ করতে চাই।’
বিশ্বকাপে আজ সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ২৩৩ রানে। দলের হয়ে শুধুমাত্র লড়াই করেছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপের আগে যাকে বাদের খাতায় রাখা হয়েছিল সেই মাহমুদউল্লাহই সেঞ্চুরি করে আরও বড় হার থেকে বাঁচিয়েছেন বাংলাদেশকে।
দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকেই। ১১১ বলেই তার সেঞ্চুরি সাজানো ছিল ১১ চার ও ৪ ছক্কায়।