নয়াপল্টনেই অনড় বিএনপি
আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে সমাবেশস্থলের দুটি করে বিকল্প স্থানের নাম দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, নয়াপল্টনেই সমাবেশ করা হবে বলে অনড় অবস্থানে রয়েছে বিএনপি।
বিএনপির প্রতি ডিএমপির লেখা চিঠিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তার কারণে যদি নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে সমাবেশের দুটো বিকল্প স্থানের নাম জানানোর অনুরোধ করা হচ্ছে।
জবাবে ডিএমপির প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব না।