সাকিবের আচমকা ঢাকা সফরে ‘পূর্ণ সমর্থন’ সতীর্থদের
টানা চার ম্যাচ হেরে কোণঠাসা বাংলাদেশ ক্রিকেট দল। এমন অবস্থায় দলের সঙ্গে কোলকাতা না গিয়ে ঢাকায় আসেন অধিনায়ক সাকিব। দুদিন পর ফের দলের সঙ্গে যোগ দেন তিনি। হুট করে তার দেশে আসার ঘটনায় কম আলোচনা-সমালোচনা হয়নি। এবার এই ইস্যুতে মুখ খুললেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। সেখানে তিনি জানান, টিমমেটরা সাকিবের এই যাওয়াটাকে প্রশংসাই করেছে। কারণ, তার ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে সাকিব ইস্যুতে তাসকিন বলেন, ‘সাকিব ভাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন। অন্য কিছু না। তিনি ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন।’
তাসকিন আরও যোগ করেন, ‘আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি। এ ছাড়া টিম স্পিরিট নিয়ে কোনো সমস্যা হয়নি। এটা দলের মধ্যে প্রভাবও তৈরি করেনি। সাকিব ভাই দেশে গিয়েছিলেন নিজের খেলার কিছু উন্নয়নের জন্যই। তিনি এখানে ফেরার পর আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি। দলের অফিশিয়াল অনুশীলনের আগেই তো তিনি ফিরে এসেছেন।’
বিশ্বকাপে চারটি ম্যাচে ব্যাটিং করে সবমিলিয়ে ৫৬ রানের বেশি করতে পারেননি সাকিব। বল হাতেও তার পারফরম্যান্স বড্ড বিবর্ণ। আগামীকাল শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে নামবেন তিনি।