নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। টানা চার ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা সাকিবরা। সেমিফাইনালের স্বপ্নও এখন অনেকটাই ফিকে। শেষ চারে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এমন সমীকরণ মাথায় নিয়েই আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের বাকি আছে আর চার ম্যাচ। সব ম্যাচে জিততে পারলে সম্ভাবনা আছে শেষ চারে যাওয়ার। এখনও হাল ছাড়ছেন না পেসার তাসকিন আহমেদ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার (২৭ অক্টোবর) তাসকিন বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের হাতে চারটি ম্যাচ আছে। আমরা যদি চারটি ম্যাচ জিততে পারি, সম্ভাবনা থাকবে। যেহেতু রান রেটের একটা ব্যাপার আছে। তবে, আমরা এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এখন পর্যন্ত আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। সামনের ম্যাচগুলোতে আমাদের অনেক উন্নতি করতে হবে। আমাদের ক্রিকেটারদের সেই সামর্থ্য আছে। পরবর্তী চার ম্যাচে ভালো কিছু আশা করছি।’
জয়ের আশা করছে নেদারল্যান্ডসও। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘আমরা অবশ্যই প্রতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামি। আসরের মাঝপথে এসে অনেক কিছুই বদলে গেছে। প্রতিটি ম্যাচই আমাদের কাছে বড়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব।’
আসরে দুই দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। জয় পেয়েছে একটিতে। ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান অষ্টম, ডাচরা আছে সবার শেষে।