টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কম করছে না ইংল্যান্ড। দলে থাকা ১৫ খেলোয়াড়ের সবাই দলকে জেতানোর চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানীতে ইংলিশরা। অন্যদিকে স্বাগতিক ভারত পাঁচ ম্যাচের সবকটিতে জিতে দারুণ ছন্দে আছে। সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের।
আজ রোববার (২৯ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের জন্য লড়াইটা টিকে থাকার হলেও ভারতের জন্য অপরাজিত থাকার তকমাটা ধরে রাখার। এই ম্যাচ জিতলে ১২ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত হবে আয়োজক ভারতের। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ইংল্যান্ড।
অবশ্য আগে থেকেই দু’দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রয়েছে ভারত। ইংলিশদের সঙ্গে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৬ বার দেখা হয়েছে তাদের। যেখানে রোহিত শর্মাদের ৫৭টি জয়ের বিপরীতে ইংল্যান্ড ৪৪ ম্যাচ জিতেছে। এছাড়া তিন ম্যাচে কোনো ফল আসেনি এবং বাকি দুটি পরিত্যক্ত হয়েছে। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে উভয়ের ৮ বারের দেখায় ইংল্যান্ড ৪টি এবং ভারত ৩টিতে জিতেছে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
লখনৌর স্টেডিয়ামে এ পর্যন্ত বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সব ম্যাচে স্পিনারদের আধিপত্য ছিল। তবে আজকের পিচে কিছুটা ঘাস থাকায় পেসারদের আধিপত্য থাকার সম্ভাবনা বেশি।