বিশ্বকাপের মাঝেই বাবরের গোপন মেসেজ ফাঁস
বাইশ গজে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। একের পর এক ম্যাচ হেরে বিশ্বকাপের সেমির দৌড় থেকে ছিটকে গেছে দলটি। এমন দুঃসময়ে বাবরের অধিনায়কত্ব নিয়েও কম সমালোচনা হচ্ছে না। এসব কিছুর মাঝেই এবার বাবরের ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন পিসিবি প্রধান জাকা আশরাফ।
আজ সোমবার (৩০ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর একটি অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ দাবি করেন, পাঁচ মাস বেতন পাচ্ছেন না বাবররা। এমনকি পিসিবি সভাপতি ক্রিকেটারদের ফোন ধরছেন না, মেসেজের উত্তর দিচ্ছেন না।
এমন দাবির পরই একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন জাকা আশরাফ। সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি তার (বাবর) ফোন ধরি না। সে তো আমাকে কখনো ফোনই দেয় না। দলের অধিনায়কের চিফ অপারেটিং অফিসারের সঙ্গে আলোচনা করার কথা।’
এসময় জাকা আশরাফ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে তুলে ধরেন। সেখানে দেখা যাচ্ছে সিওও সালমান নাসের ও বাবরের মধ্যে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। নাসের বাবরকে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করেছেন, ‘বাবর, এখানে টিভি আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে যে তুমি চেয়ারম্যানকে ফোন করেছ, কিন্তু তিনি ফোন ধরছেন না। তুমি কি সম্প্রতি তাঁকে ফোন করেছিলে?’ জবাবে, বাবরের উত্তর ছিল না, আমি তো তাকে কোনো ফোনই করিনি।’ এখন প্রশ্ন হচ্ছে, তবে কীসের ভিত্তিতে লতিফ এই অভিযোগ আনলেন? অনেকেই চ্যাট ফাঁস করে দেওয়ার জন্য জাকা আশরাফের নিন্দা করছেন।