এবারের বিশ্বকাপে প্রথম ৫০০ রান করলেন ডি কক
টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপ হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শেষটা যে এত সুন্দর রাঙাতে পারবেন তিনি নিজেও হয়তো বুঝতে পারেননি। বলছি, এবারের বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ রানের কোটা পার করা দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি ককের কথা।
আজ বুধবার (১ নভেম্বর) পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন ডি কক। সেঞ্চুরির ছন্দে ছুটতে থাকা ডি কক আজও পেয়েছেন শতকের দেখা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। যা সাজানো ছিল ১১৬ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কায়। এই রান করার পথেই নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন এই ব্যাটার।
পুনেতে মাঠে নামার আগে ৫০০ রান থেকে মাত্র ৬৯ রান দূরে ছিলেন তিনি। কিইউ পেসার টিম সাউদির করা ২৯তম ওভারে চার মেরে তিনি পৌঁছে যান ৫০০ রানের মাইলফলকে। ২০২৩ বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে সব মিলিয়ে ৫০০ রান পূর্ণ করলেন তিনি। তার ব্যাটে ভর করে আজ দক্ষিণ আফ্রিকা করেছে ৩৫৭ রান। আজকের ম্যাচসহ চলতি আসরে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি কক। যা নিজ দেশের হয়ে এক আসরে সর্বোচ্চ সংখ্যাক সেঞ্চুরির রেকর্ড।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন ডি কক। এখনও ধরে রেখেছেন শুরুর ছন্দ। এর পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৯ রান। তৃতীয়টি করেন বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে হারানোর ম্যাচে ১৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন কুইনি। উড়তে থাকা কুইনি যেভাবে ছুটছেন তাতে সেঞ্চুরির সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, তিনি বা কোথায় থামেন, সেটি দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।