সাকিবদের দেশে ফেরার তাড়া বেশি : আকরাম
এবারের বিশ্বকাপে বাংলাদেশ যেন লড়াইয়ে নেমেছে কতটা বাজে খেলা যায়, তার পাল্লা দিতে। তাদের লড়াইটা অবশ্য নিজেদের সঙ্গে। একের পর এক ম্যাচ শেষ হয়, বাংলাদেশ দলের হতশ্রী চেহারা আরও মলিন হয়। ব্যাটিং স্বর্গের বিশ্বকাপে ২০০ পার হতেই যেন অবস্থা খারাপ হয়ে যায় সাকিব আল হাসানদের। সাত ম্যাচে জয় কেবল একটিতে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষেও হেরেছে বাজেভাবে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে সাত উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ম্যাচে। বাংলাদেশের এমন পরাজয়ে সাকিবদের সমালোচনা হচ্ছে সর্বত্র। ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক ফার্স্ট বোলার ওয়াসিম আকরাম তো খোঁচাই মারলেন বাংলাদেশকে।
পাকিস্তানি টিভি চ্যানেল এ টিভির বিশ্বকাপ বিষয়ক শো ‘প্যাভিলিয়নে’ বাংলাদেশকে নিয়ে আকরাম বলেন, ‘বাংলাদেশের খেলা দেখলে মনে হবে ওদের ফেরার খুব তাড়া। সবার আগে ঢাকায় ফিরতে চায় তারা। ব্যাটিং গড়পড়তা মানের চেয়েও খারাপ। লিটন দাস সেট হয়ে খুব বাজে শট খেলে আউট হয়েছে। তানজিদ তামিমের রান করা উচিত।’
তবে, মাহমুদউল্লাহকে নিয়ে প্রশংসা করেছেন আকরাম। এই শোতেই আগে বলেছিলেন, তাকে ব্যাটিং অর্ডারে ওপরে খেলানো দরকার। মাহমুদউল্লাহ এ দিন সাত থেকে পাঁচে উঠে আসেন। সে প্রসঙ্গে আকরাম বলেন, ‘একটা ভালো দিক হচ্ছে মাহমুদউল্লাহকে ওপরে উঠিয়ে এনেছে বাংলাদেশ। এর জন্য শুকরিয়া। সে ভালোও খেলেছে। ফিফটি করেছে।’