শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের লক্ষ্য দিল ভারত
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ছয় ম্যাচ খেলে জিতেছে সবকটিতে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই দাপট দেখিয়ে ম্যাচগুলো জিতেছে তারা। যেখানে ছয় ম্যাচে শ্রীলঙ্কার জয় মাত্র দুটিতে। রান রেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শ্রীলঙ্কাকে হারালে আবারও শীর্ষে উঠবে রোহিত শর্মারা।
শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) লঙ্কানদের মুখোমুখি হয়েছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৫৭ রান করে ভারত।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিতের উইকেট হারায় ভারত। চার মেরে ইনিংস শুরু করলেও দ্বিতীয় বলে দিলশান মাদুশাঙ্কার বলে বোল্ড হন রোহিত। তবে, দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও শুভমান গিল মিলে গড়েন ১৮৯ রানের জুটি। ৯২ বলে ৯২ রান করা গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন মাদুশাঙ্কাই। গিলের পরপর আউট হন কোহলিও। ৯৪ বলে ৮৮ করা কোহলিও পরিণত হন মাদুশাঙ্কার শিকারে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে ভারতের রানের চাকা সাময়িক শ্লথ হলেও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ফের গতি ফিরে পায় ভারত। আউট হওয়ার আগে ৫৬ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় ৮২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন শ্রেয়াস। তাকেও নিজের শিকারে পরিণত করেন মাদুশাঙ্কা। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানে ভর দিয়ে ভারত পায় ৩৫৭ রানের সংগ্রহ।
১০ ওভারে ৮০ রান দিলেও লঙ্কানদের পক্ষে পাঁচ উইকেট শিকার করেছেন মাদুশাঙ্কা। দুশমন্থ চামিরা পান এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ৩৫৭/৮। ( রোহিত ৪, গিল ৯২, কোহলি ৮৮, রাহুল ২১, শ্রেয়াস ৮২, সূর্যকুমার ১২, জাদেজা ৩৫, শামি ২, বুমরাহ ১*; মাদুশাঙ্কা ১০-০-৮০-৫, চামিরা ১০-২-৭১-১, রাজিথা ৯-০-৬০-০, ম্যাথুস ৩-০-১১-০, থিকসানা ১০-০-৬৭-০, হেমন্ত ৯-০-৬৫-০)