বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই : ওবায়দুল কাদের
বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “জাতিসংঘের বিবৃতিতে ‘দে হ্যাভ বিন মিসলিড।’ আমরা বলতে চাই জাতিসংঘের আসলে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়। জাতিসংঘের কথা কেউ শোনে? বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই।”
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘাতের বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিবৃতি দিয়েছে। এসব বিবৃতিতে সরকারের সমালোচনার পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের অভিযোগ আনা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই। জাতিসংঘ তো নামকাওয়াস্তে। তাদের কোনো কার্যকারিতা নেই বাস্তবে। জাতিসংঘের কথা কেউ শোনে?’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ইলেকশন নিয়ে এখানে একটা ঘটনা ঘটেছে। বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো জাতিসংঘের কোনো ক্ষতি হচ্ছে না। তারা তো আসল দায়িত্বটাই পালন করতে পারছে না।’
বিএনপিকে বাদ দিয়ে সরকার আরেকটি নির্বাচনের দিকে যাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ইলেকশন না করলে করবে না। তাতে কারো কিছু করার নেই। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলছে সেভাবেই আমাদের ইলেকশন হবে।’
বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনব? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করব না। এটিকে প্রশ্নবিদ্ধ যারা বলেন, তারা বলতে পারেন।’