বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া
চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে সেমিফাইনালে পা রাখলেও বড়সড় ধাক্কা খেয়েছে রোহিতরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এক বিবৃতির মাধ্যমে তার পুরো আসর থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আজ শনিবার (৪ নভেম্বর) সকালে আইসিসির ভেরিফায়েড ওয়েবসাইটে আইসিসি জানিয়েছে, বাকি ম্যাচগুলোতে আর ভারতের জার্সিতে খেলা হচ্ছে না পান্ডিয়ার। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি তার বদলি হিসেবে ভারতীয় দলে ফাস্ট বোলার প্রসিদ কৃষ্ণাকে অন্তর্ভুক্ত করেছে। ভারতের হয়ে ১৭টি ওয়ানডে খেলা প্রসিদ্ধ এখন পর্যন্ত নিয়েছেন ২৯ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে গোঁড়ালির চোট পান পান্ডিয়া। এর পর থেকেই টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশ্য তার অভাবটা খুব একটা টের পায়নি ভারত। কারণ তাকে ছাড়াই যে কোহলিরা ছিল অপ্রতিরোধ্য।
ভারতের এখনও লিগ পর্যায়ের দুটি ম্যাচ বাকি। টিম ম্যানেজমেন্ট আশাবাদী ছিল যে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা পান্ডিয়া হয়তো সেমিফাইনালের জন্য ফিট হয়ে উঠবেন। কিন্তু যে অবস্থা তাতে ওই সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। প্রথমে মনে করা হয়েছিল গোঁড়ালি মচকে গেছে। পরে জানা গেছে, চোটটা আরও গুরুতর। লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।