অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াইটা বরাবরই রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। অতীত পরিসংখ্যান তো সেই কথাই বলে। তবে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যর্থতায় সেই লড়াই নিয়ে আগের মতো উত্তাপ নেই। ইংলিশদের জন্য নিয়মরক্ষার ম্যাচ হলেও অসিদের জন্য এই ম্যাচ সেমির স্বপ্ন জোরালো করার।
আজ শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এই ম্যাচে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের সার্ভিস পাচ্ছে না অসিরা।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই বিপরীত মেরুতে অবস্থান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। বিশ্বকাপে সর্বাধিকবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেমিফাইনালের টিকিটের অপেক্ষায় রয়েছে। টুর্নামেন্টের শুরুতে প্রথম দুই ম্যাচে হেরে নিজেদের অবস্থা বেশ নাজুক করে তুললেও পরে জয়ের ধারায় ফিরেছে তারা। টানা চার ম্যাচে জয় তাদের।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড নিজেদের হারিয়ে খুঁজছে। টুর্নামেন্টের সেমিফাইনালে তাদের খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে। এখন ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে পারবে কি না সেই ভাবনা তাদের। জায়গা পেতে সেরা আটে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে। অন্যথায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে থাকতে হবে।