আইপিএলে মোটা অঙ্কের বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই সীমাহীন অর্থের মহোৎসব। বিজ্ঞাপন, অর্থের ছড়াছড়ি ও আলোর ঝলকানি এসব টুর্নামেন্টকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। এক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
শুক্রবার (৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে আইপিএল নিয়ে সৌদি আরবের পরিকল্পনার বিষয়টি জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আইপিএলকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চাচ্ছে সৌদি সরকার। ইতোমধ্যে এ নিয়ে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলেছে তারা। সেই হোল্ডিং কোম্পানির বাজারমূল্য হবে প্রায় ৩০ বিলিয়ন ডলার। তাতে বিশাল ভাগ থাকবে প্রিন্স সালমানের। একই সঙ্গে আইপিএলে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় দেশটি।
প্রিমিয়ার লিগ বা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচেই আইপিএলকেও বিশ্বের আরও বেশি সংখ্যক দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোকসভা নির্বাচনের পরে সেই বিষয়টি আলোচনা করা হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তারপর থেকে দিনে দিনে বেড়েছে এই ক্রিকেট লিগের জনপ্রিয়তা। শুধু ভারত নয়, বিশ্বের খ্যাতনামা ক্রিকেটার এবং ক্রীড়া ব্যক্তিত্বরা এই লিগের সঙ্গে যুক্ত।