পুনেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ এখন পুনেতে। এই ম্যাচের আগে দ্বিতীয়বারের মতো দেশে ফিরেছিলেন লিটন দাস। দুদিনের ছুটি শেষ করে ফের দলের সঙ্গে পুনেতে যোগ দিয়েছেন ডানহাতি এ ব্যাটার।
লিটন দেশে আসেন পারিবারিক কারণে। এর আগেও টুর্নামেন্ট চলাকালীন দেশে ফিরেছিলেন তিনি। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, স্ত্রীর পাশে থাকতেই দ্বিতীয়বার দেশে ফেরা তার।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা থেকে সরাসরি মুম্বাই আসেন লিটন। সেখান থেকে সড়ক পথে আসেন পুনেতে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, দুপুর আড়াইটার দিকে লিটনের ফ্লাইট ছিল। এরপর দলের সঙ্গে যোগ দেন বিকেল নাগাদ।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর দলের বাকিরা পুনে এলেও অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন লিটন।
এ দিকে, চোট পাওয়া সাকিবের বদলে দলে ডাক পেয়েছেন এনামুল হল বিজয়। ইতোমধ্যে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ দলের অনুশীলনেও দেখা যায় স্কোয়াডে সুযোগ পাওয়া বিজয়কে।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১১ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।