যশোরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
যশোর শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব রাজিম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শহরের বড় বাজার চুড়িপট্টি এলাকায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে। চুড়িপট্টি এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি।
স্থানীয় চা দোকানি সাহেব আলী জানান, ঘটনার সময় তার দোকানে বেশ ভিড় ছিল। রাজিব একটি সিগারেট ধরিয়ে পাশের গলিতে যায়। কিছুক্ষণ পরই চিৎকারের শব্দ আসে। এ সময় তিন থেকে চারজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে লোকজন গলিতে গিয়ে গুরুতর জখম একজনকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার বলেন, ‘হাসপাতালে আনার আগেই ছেলেটির (রাজিব) মৃত্যু হয়।’
নিহতের বাবা বাদল খান জানান, নবম শ্রেণিতে পড়া অবস্থায় রাজিব লেখাপড়া বাদ দিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াত। সে কারণে গত বছর তাকে একটি কাপড়ের দোকানে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু, দোকানে সে নিয়মিত যেত না। তবে, ছেলের সঙ্গে কারও বিরোধ ছিল কি না তা জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’