বলিউডে দীপাবলি
প্রতি বছরের মত এবারও দীপাবলি উৎসব উদযাপনে মেতেছেন বলিউড তারকারা। যা শুরু হয়েছে প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই। গেল সপ্তাহের পুরোটা জুড়েই বলিউড তারকাদের অনেককেই দীপাবলির নানান পার্টিতে অংশ নিতে দেখা যায়। তবে দীপাবলির আগের দিনটি নিজ বাড়িতেই পরিবার নিয়ে উৎসবে মেতে ওঠেন তারকারা।
এরই ধারাবাহিকতায় বাড়িতে দীপাবলি পার্টি রেখেছিলেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। আর সেখানেই বলিউড তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে কারিশমা কাপুর ও সারা আলি খান। পার্টিতে আসা তারকারা ক্যামেরায় বন্দি হয়েছেন।
দীপাবলি পার্টির সাজের ছবি কারিনাও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সাইফ আলি খানের সঙ্গে তার কয়েকটি ছবি শেয়ার করেছেন।
সাইফ আলি খানের বোন অভিনেত্রী সোহা আলি খান তার ফেসবুক পেজে কারিনার দীপাবলির অনুষ্ঠানের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন।
প্রথম ছবিতে সাইফ, কারিনা ও কুণাল খেমুর সঙ্গে পোজ দিয়েছিলেন সোহা। পার্টিতে ছিলেন সাইফের মা বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। খান পরিবার মিলেও একটি ছবি তোলেন। সাইফের আরেক বোন সাবাও পার্টির কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ছবিতে রয়েছেন সাইফ, কারিনা ও শর্মিলা। সঙ্গে আছেন সাবা, সোহা ও ইব্রাহিম আলি খান।
পার্টিতে আলিয়া আর রণবীরের পাশাপাশি এসেছিলেন নীতু কাপুরও। নীতু ও আলিয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। ছবিটি নীতু দিয়েছিলেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। কারিনার পরিবার থেকে, রণবীর কাপুর এবং ববিতাও এসেছিলেন পার্টিতে।