তিন আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন সাকিব আল হাসান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো— ঢাকা-১০, মাগুরা-১ ও ২।
আজ শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ফরমগুলো কেনেন।
ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকী নাজমুল আলম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই এক হাজার ৬৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি এক হাজার ৫০ জন, আর অনলাইনে ১৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।