সাকিব আল হাসানের মনোনয়ন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সব আসনে মনোনয়ন রোববারের মধ্যে চূড়ান্ত হবে। কে পাচ্ছেন মনোনয়ন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এবার রাজনীতিকদের পাশাপাশি আছেন অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার সেলিব্রেটিরাও। ক্রিকেটের জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানও কিনেছেন তিনটি মনোনয়নপত্র। আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ খুললেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাকিব আল হাসানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনো জায়গায় তিনি দাঁড়াতে পারেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনো জায়গায় তিনি দাঁড়াতে পারেন।’
মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোন দিকটি পর্যালোচনায় আছে তা তুলে ধরেছেন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের বলেন, যাদের বাদ দেওয়া হয়েছে, তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। নতুন করে তাদের মনোনীত করা হচ্ছে না। এ পর্যন্ত চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত হয়েছে। রোববার দলীয়ভাবে ৩০০ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আজকের সভাতেও কয়েকজন পুরোনো নেতা বাদ গেছেন, নতুনরা মনোনয়ন পেয়েছেন।’
দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের বলেছেন, ইতোমধ্যে চারটি বিভাগে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিজয়ী হতে পারে, এমন প্রার্থীদের বাদ দেয়নি দলটির নির্বাচন পরিচালনা কমিটি।
মনোনয়নে বাদ পড়ার কারণ সম্পর্কে ওবায়দুল কাদের জানান, যারা উইন্যাবল-ইলেক্ট্যাবল না, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন তারা বাদ পড়েছেন। নারী-পুরুষ সব প্রার্থীর ক্ষেত্রেই মনোনয়নে এটা প্রযোজ্য।