আইপিএলে বাংলাদেশিদের রাখেনি কলকাতা-দিল্লি
গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলগুলো। আইপিএল ২০২৪ এর আগে আজ রোববার (২৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে দলগুলোর পুরোনো খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া।
গত মৌসুমে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুস্তাফিজুর রহমান অংশ ছিলেন দিল্লি ক্যাপিটালসের। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ক্লাবগুলো। কলকাতা ও দিল্লির পেজে দেখা যায় সাকিব, লিটন ও মুস্তাফিজের নাম। আগামী মৌসুমের জন্য এই তিন ক্রিকেটারকে দলে রাখেনি ক্লাবগুলো।
আইপিএলে গত মৌসুম ভালো কাটেনি সাকিব-লিটনের। কেকেআরের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন লিটন। করতে পারেননি ভালো কিছু। শুরুটা বাজে হওয়ার পর আর খেলার সুযোগ পাননি তিনি। সাকিবের মৌসুমটাও আশানুরূপ কাটেনি কেকেআরে। এদিকে গত মৌসুমে দিল্লির হয়ে আলো ছড়াতে পারেননি মুস্তাফিজও।
আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী মৌসুমের নিলাম পর্ব। এর আগেই আইপিএল থেকে ছিঁটকে গেলেন এই তিন ক্রিকেটার।