আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ
শেষ পর্যন্ত শঙ্কা সত্যিই হলো। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ শনিবার জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ মার্চ চেন্নাইতে শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা করা হয় আরফাত সানির। মূলত সেখানে পরীক্ষার পরই তাঁর বোলিংয়ে ত্রুটি খুঁজে পায় আইসিসি। এ কারণেই তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এর ফলে এই বাঁ-হাতি স্পিনার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারছেন না। তাঁকে দেশে ফিরে আসতে হচ্ছে। পরীক্ষায় পাস করে তবেই আবার খেলায় ফিরতে পারবেন তিনি।
তাসকিনের বোলিং অ্যাকশন কতটুকু ত্রুটিপূর্ণ বা বল করার সময় কত ডিগ্রি বেঁকে যায় তাঁর হাত তা এখনো বিস্তারিত জানায়নি আইসিসি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে মাশরাফিরা যখন খুশির জোয়ারে ভাসছিল, ঠিক তখনই দুঃসংবাদটি পেয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল আরাফাত সানির বিপক্ষে। একই অভিযোগ উঠেছিল ডানহাতি পেসার তাসকিন আহমেদের বিপক্ষেও।
তাসকিনও চেন্নাইতে পরীক্ষা দিয়েছেন গত ১৪ মার্চ। তাবে তাঁর পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি আইসিসি। সহসা তাঁর পরীক্ষার ফল প্রকাশ করতে পারে আইসিসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এরই মধ্যে এই দুই বোলারের বিকল্প ঠিক করে রাখা হয়েছে। আরাফাতি সানির জায়গায় আরেক বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীব ও তাসকিনের জায়গায় পেসার মোহাম্মদ শহীদের ভারতের যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তাঁদের ভিসা প্রক্রিয়াও এগিয়ে রেখেছে বিসিবি।