মাশরাফী-সাকিবের দুই আসনে লড়তে চান ১৬ প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নির্ধারিত সময়সীমা শেষে রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় জানায়, ৩০০টি সংসদীয় আসনে এবার ৩০টি নিবন্ধিত দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে আড়াই হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই দুই ক্রিকেটারের সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতা করবেন মোট ১৬ জন প্রার্থী। মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল-২ আসনে নয়জন এবং সাকিব আল হাসানের মাগুরা-১ আসনে সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।