আজ মোজা দিবস
মোজা পোশাকের মধ্যে কম দৃশ্যমান অংশগুলোর মধ্যে একটি। মোজা কোনো বিশেষ জায়গায় যেতে পরিধান করা হয়। এটি পায়ের সৌন্দর্য বৃদ্ধি করে আবার পা’কে শীত থেকে রক্ষা করে। অনেকে পায়ে ব্যান্ডেজ ধরে রাখতে মোজা ব্যবহার করেন। তাই পায়ের জন্য মোজা খুবই দরকারি।
দরকারি এই পেশাকের জন্য একটি দিবস রয়েছে। প্রতি বছর ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জাতীয় মোজা দিবস উদযাপন করা হয়।
মোজার ইতিহাস দুই হাজার বছরের বেশি পুরোনো। তখন গুহাবাসীরা পা উষ্ণ রাখতে ছাগলের লোম থেকে এটি তৈরি করত। ধারণা করা হয়, সেই সময় হয়তো স্যান্ডেলের সঙ্গে মানুষ হয়ত পায়ে মোজাও পরতেন। তবে এখন স্যান্ডেলের সঙ্গে মোজা পরা কিছুটা পুরানো হয়ে গেছে।
মোজা হাজার হাজার বছর ধরে অনেক মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ। ২০১৬ সালে জাতীয় মোজা দিবস প্রতিষ্ঠিত হয়। দিবসটি ‘পেয়ার অফ থিভস’ নামে একটি পোশাক সংস্থা দ্বারা দিবসটি প্রতিষ্ঠিত হয়েছিল।
দিবসটির উদ্দেশ্য ছিল, দিনটিকে কেবল উদযাপন প্রচার করা নয়, বরং সদিচ্ছার কথা প্রচার করা। বিভিন্ন সংস্থার কর্মীদের প্রতি সদিচ্ছা দেখানো এবং বিনামূল্যে মোজা উপহার দেওয়া।
সূত্র : ডে'জ অব দ্য ইয়ার